স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার ও পাতার বিড়িগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শিরিসূর্য্য গ্রামের মৃত সোহরাব খানের পুত্র মো: দোলন খান (৪০) ও একই থানার প্রতাপী উত্তরপাড়ার মো: হিরণ মিয়ার পুত্র মো: কোয়াজ মিয়া (২৯)।
র্যাব জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ১নং রহিমপুর ইউনিয়নের অন্তর্গত ছয়কুট সাকিনে ছয়কুটন তুন বাজারস্থ মোঃ শাহআলমের যমুনা ট্রেডার্স নামক দোকানের সামকে অভিযান চালিয়ে ৫১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দসহ পেশাদার চোরাকারবারি মোঃ দোলন খাঁন ও মোঃ কোয়াজ মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব বিশেষ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।