কাজিরবাজার ডেস্কঃ
এমপিওভুক্ত ৩২ জন শিক্ষককে টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুল কলেজের ২১ জন এবং মাদরাসার ১১ জন শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রতি বিজোড় মাসে এ সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
জানা গেছে, স্কুল-কলেজের ২১ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ১ জন, চট্টগ্রামে ১, ঢাকায় ৬, খুলনায় ১, ময়মনসিংহে ২, রাজশাহীতে ১ এবং রংপুরে ৯ শিক্ষককে টাইম স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়।
মাদরাসার ১১ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ৪ জন, ঢাকায় ২ এবং রংপুরে ৫ শিক্ষককে টাইম স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ২৯০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুল-কলেজের ১৮৬ জন এবং মাদরাসার ১০৪ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, স্কুল-কলেজের ১৮৬ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ৩৪ জন, চট্টগ্রামে ১৫, কুমিল্লায় ৮, ঢাকায় ২১, খুলনায় ২১, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ২৪, রংপুরে ২৯ এবং সিলেট অঞ্চলে ১২ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
মাদরাসার ১০৪ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ১৫ জন, চট্টগ্রামে ১৫, কুমিল্লায় ১০, ঢাকায় ১৮, খুলনায় ৮, ময়মনসিংহে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ১২ এবং সিলেট অঞ্চলের ৫ শিক্ষক।