রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের সিনিয়র সিটিজেন সংবর্ধনায় সিলেট প্রেসক্লাব সভাপতি ॥ রোটারীর মানবকল্যাণমূলক কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে

65

Iqbal siddki photoসিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, বিশ্বব্যাপী রোটারিয়ানরা অনেক সফলতা অর্জন করেছেন। পোলিও দূরীকরণ প্রোগ্রামসহ মানবকল্যাণমূলক কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মানুষ আশার আলো নিয়ে বেঁচে থাকে। সমাজকে নেতিবাচক না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান। তথ্য প্রযুক্তির আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে সচেতন রাখার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে সিলেট বিভাগ এখনও অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।
রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গত শনিবার রাতে নগরীর একটি হোটেলে সিনিয়র সিটিজেনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট নিরঞ্জন দাস এডভোকেটের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ডিভিশনাল ডিরেক্টর (অব.) ডা. মঈন উদ্দিন আহমদ ও বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী আমান উল্লাহ। রোটারিয়ান তাজুল ইসলাম কর্তৃক কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি বদরুল হোসেন এডভোকেট, রোটারিয়ান পিপি আফছর উদ্দিন পিএইচএফ এমডি, রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি আবুল বশর পিএইচএফ, রোটারিয়ান পিপি সৈয়দ সুজাত আলী, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল প্রমুখ। শুরুতে ক্লাব মাইনরস পাঠ করেন অনারারী সেক্রেটারি রোটারিয়ান এম এ রহিম। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান তৈয়বুর রহমান আরএফএসএম। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ান আইপিপি নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি এমদাদ হোসেন, রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ। নিজের লেখা বই প্রধান অতিথিকে উপহার দেন রোটারিয়ান ড. শহীদুল ইসলাম এডভোকেট। পরে প্রধান অতিথি সংবর্ধিতদের ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। সভায় জানানো হয় ক্লাবের কর্মকান্ডের আওতায় এ বছর একজন দুস্থ মহিলাকে বসত ঘর নির্মাণ করে দেওয়া হবে। আগামী শুক্রবার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু প্রাইমারী স্কুলে গরীব দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি