স্টাফ রিপোর্টার :
সিলেটের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখি ঝড়। বিকেল ৫টার দিকে শুরু হওয়া এই ঝড় স্থায়ী ছিলো প্রায় ১০ মিনিট। এরপর থেকে প্রায় ৫ ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে সিলেট নগরের অনেক এলাকা। নগরের বাইরে বিভিন্ন উপজেলাও দীর্ঘসময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় ছিল বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিকেলে ঝড়ের কারণে নগরের মদিনা মার্কেট এলাকায় লাইন ছিঁড়ে গেছে। একারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর আওতাধিন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। ছিঁড়ে যাওয়া লাইন দ্রুত সংস্কার করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে বলেও জানিয়েছেন তারা।
তবে একটি সূত্র জানিয়েছে, নগরের কুমারগাওয়ে গ্রিড লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। একারণেও বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন বলেন, বিকেলের ঝড়ে মদিনা মার্কেট এলাকায় বিদ্যুদের লাইন ছিঁড়ে গেছে। একারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।