ইলিয়াছ হোসেন

5

রক্তাক্ত একুশে আগষ্ট :

একুশে আগষ্টের গ্রেনেড হামলায় বাতাস হয়ে ওঠে ভারী
ভয়ে চারদিকে শুরু হয়ে যায় ছুটাছুটি আহাজারি।

নৃশংস সেই গ্রেনেড হামলায় সভাস্থলে অনেকের যায় জান
নেতারা জীবন বাজী রেখে নেত্রী শেখ হাসিনাকে বাঁচান।

গ্রেনেড স্প্রিন্টারের ভীষণ আঘাতে ছিন্নভিন্ন হয় অনেক দেহ
কেউবা যন্ত্রণায় ছটফট করে আবার আতঙ্কে বেহুঁশ হয় কেহ।

সজীব বঙ্গবন্ধু এভিনিউ তখন হয়ে যায় মৃত্যুপুরী
রাজপথ হয় রক্তে রঞ্জিত শরীরের তাজা রক্ত ঝরি।

নৃশংস এই ধ্বংসাত্মক লীলা সমাবেশে আর যেনো না হয়
বাংলার জনগন চায় শান্তির সমাবেশ জীবনের বিনাশ নয়।