লুৎফুর রহমান চৌধুরী রাকিব :
কৃষকের মনে লেগেছে রং
ধান পড়েছে কাটা
শত ব্যস্ততার মাঝে কৃষাণী
তৈরি করেন পিঠা।
ধানে ধানে ভরে গেছে
বাড়ির উঠোন খানি
এসব দেখে আনন্দে ঝরছে
কৃষকের চোখের পানি।
মাড়া দিতে গিয়ে কৃষক
গেয়ে যান গান
কৃষাণীকে বলেন কৃষক
একটু দাও পান।
সোনা রঙের ধানের মতো
ঝরে কৃষকের ঘাম
সেই ঘামেতে পরিশোর্ধ
স্বাধীনতার দাম।
কৃষকের মুখে থাকলে হাসি
সবার বাঁচে প্রাণ
এমন হাসি টিকে থাকুক
হোকনা কবু ম্লান।