স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতে হেরেছে বাংলাদেশ দল। সান্ত্বনার জয়ের খোঁজে আজ (বৃহস্পতিবার) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ৬৬ রানে। দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল বৃষ্টি আইনে ২৮ রানে হারে। ২০০১ সালে প্রথমবারের মত নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। তখন থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ড সফরে গিয়ে কিউইদের বিপক্ষে টানা ৩১ ম্যাচে হেরেছে টাইগাররা।
এবারের সফরের আগে বাংলাদেশ দলের খেলোয়াড়রা বারবার বলেছিলেন, নিউজিল্যান্ডে সফরে বাংলাদেশের যে জয়ক্ষরা রয়েছে সেটি তারা কাটাতে চান। কিন্তু সফরে টানা ৫ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজে বাকি আর এক ম্যাচ। এই ম্যাচে জয় পেলে সেটি হবে বাংলাদেশের সান্ত্বনার জয়।
কাঁধের ইনজুরির কারণে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচেও তার না খেলার সম্ভাবনা বেশি। গত ম্যাচে ব্যয়বহুল বোলিং করেন পেসার তাসকিন আহমেদ। ৩.৫ ওভারে ৪৯ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। শেষ ম্যাচে তাকে বসিয়ে আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন অথবা মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হতে পারে।
টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজটি ভালোভাবে শেষ করাটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচে আমাদের টপ অর্ডাররা ভালো করেছে। এই ভালো দিকটি আমরা শেষ ম্যাচেও দেখতে চাই।’
কিউই অধিনায়ক টিম সাউদি বলেছেন, ‘করোনার এই সময়েও আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। আমাদের জন্য এটি ভালো দিক। গ্রীষ্ম মৌসুমটি দারুণভাবে কাটাতে পেরে ভালো লাগছে।’
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, ইশ সোধি, হামিশ বেনেট/লকি ফার্গুসন।