তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইড টাঙ্গুয়ার হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে প্লাস্টিকের বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের নির্দেশালয়, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে প্লাস্টিকের বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়। এতে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম আলমের দোয়ার, রৌহার হাওর, রুপাবুই, সহ কয়েকটি হাওরে অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ১হাজার প্লাস্টিকের ছাই উদ্ধার করে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, কোষাধ্যক্ষ আবুল কালাম, সম্মানিত সদস্য অখিল তালুকদার, আব্দুল কাইয়ুম, কমিউনিটি গার্ড সুপারভাইজার বিলাল মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সঙ্গীয় কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মনির মিয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর নির্দেশক্রমে টাঙ্গুয়ার হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে, হাওর হতে প্লাস্টিকের ছাই সহ প্লাস্টিকের বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলমান থাকবে। এ ব্যপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, প্রকৃতির সৌন্দর্যময় এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষার স্বার্থে হাওরে অপচনশীল দ্রব্যাদি ফেলে রাখা নিষেধাজ্ঞা রয়েছে, এবং হাওর হতে অপচনশীল প্লাস্টিকের বর্জ্য অপসারণের জন্য হাওর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকল কে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।