জেড. এম. শামসুল :
অগ্নি ঝরা ১৬ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে চলমান স্বাধীনতা সংগ্রামের অব্যাহত অসহযোগ আন্দোলনের মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহইয়া খানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠক শুরু হয়। এদিন বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ও কালো পতাকা গাড়ীতে উড়িয়ে প্রেসিডেন্ট হাউসে যান। প্রেসিডেন্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে তৃতীয় কোন ব্যক্তিকে ঢুকতে দেয়া হয়নি। বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদেরকে বলেন, আমার বলার কিছুই নেই। শুধু বলতে পারি আলোচনা আরো চলবে। এই দিনে বঙ্গবন্ধু নির্দেশ দেন এখন থেকে ইষ্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রের শুল্ক কর আবগারী কর ও বিক্রয় কর ষ্টেট ব্যাংক পাকিস্তানে জমা দেয়া যাবে না। বঙ্গবন্ধুর নির্দেশ এদিন থেকেই কার্যকর হয়। এছাড়াও সারা ঢাকাশহর সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানচিত্র খচিত পতাকা ও কালো পতাকা দেশময় উড়ছিল। এদিকে স্বাধীনতা প্রিয় বাঙালিরা অসহযোগ আন্দোলন সভা-সমাবেশ অব্যাহত রাখে।