বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ৪র্থ ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার, বিকালে মোল্লারগাঁও ইউনিয়নে জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ হারুনুর রশীদ বলেন, বর্তমান সরকার শিক্ষকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের রূপকল্প-৪১ বাস্তবায়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা দেশ ও জাতির কর্ণধার তৈরী কারিগর। সরকার শিক্ষার মান উন্নয়নে শীঘ্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণে উদ্যোগ নিয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সহ সাংগঠনিক সম্পাদক শফির আহমদ কামাল এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিন, শিক্ষক নেতা রমজান আলী, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনছুর আহমদ চৌধুরী, জেলা সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-রেজাউল আমিন দেলওয়ার, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জেলা শিক্ষক নেতা ও কানাইঘাট উপজেলা শিক্ষক নেতা মোঃ সাজিদ মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক নেতা সাইফুল ইসলাম, বিশ^নাথ উপজেলা শিক্ষক নেতা প্রদীপ কুমার চৌধুরী, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তজম্মুল আলী।
শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কামালের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রানা, শিক্ষক নেতা বেলাল আহমদ, আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল করিম, এ.কে.এম আব্দুল আহাদ, আশিষ কুমার পাল, দিলীপ লাল রায়, শাহ নেওয়াজ, মাহমুদ হোসেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন সন্তোষ কুমার দাশ। বিজ্ঞপ্তি