প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের দাপুটে জয়

7

স্পোর্টস ডেস্ক :
টেস্ট সিরিজে হারের প্রতিশোধটা টি-টোয়েন্টিতে নেয়া শুরু করেছে সফররত ইংল্যান্ড। শুক্রবার রাতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশ পেসার জোফরা আর্চারের বোলিং তোপে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়ন মরগান বাহিনী।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক মরগান। অধিনায়কের সিদ্ধান্তটা যে যথার্থই ছিল, বল করতে এসে সেটার প্রমাণ দেন আর্চার-রশিদরা। প্রথম থেকেই ভারতীয়দের চেপে ধরে তারা। ইনিংসের তৃতীয় ওভারে লোকেশ রাহুলকে ব্যক্তিগত ১ রানে বোল্ড করেন আর্চার। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা ভারতীয় অধিনায়ককে শূন্য রানেই ফেরান আদিল রশিদ। এরপর ধারাবাহিকভাবে পড়তে থাকে একের পর এক উইকেট।
পান্ত ২৩ বলে করেন ২১ রান, হার্দিক আউট হন ২১ বলে ১৯ রানে। তবে পাঁচ নম্বরে নামা আয়ার দলকে টেনে নিয়েছেন একদম শেষ ওভার পর্যন্ত। ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হন ৬৭ রান করে। ৪৮ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কাও। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৪ রান।
ইংলিশ বোলারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আর্চার। এছাড়া একটি করে উইকেট পেয়ছেন আদিল রশিদ, মার্ক উড এবং ক্রিস জর্ডান।
১২৫ রানের টার্গেটে খেলতে নেমে সফরকারীদের ওপেনিং জুটিটিই জয়ের ভিত গড়ে দেয়। জস বাটলার এবং জেসন রয় মিয়ে মাত্র ৪৮ বল খেলে করেন ৭২ রান। যুগবেন্দ্র চাহালের বলে ৩৪ বলে ২৮ রান করে এলবিডব্লিউ হন বাটলার। আর ৩২ বল খেলে ৪৯ রান করেন রয়। এরপর তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো মিলে অবিচ্ছিন্ন ৪১ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যায় মরগানরা। মালান ২৪ এবং বেয়ারস্টো ২৭ রানে অপরাজিত থাকেন।