কানাইঘাটে উন্মুক্ত জলাশয়ে দেড় লক্ষ টাকার পোনামাছ অবমুক্ত

25

কানাইঘাট থেকে সংবাদদাতা :
২০১৭-১৮ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় কানাইঘাট উপজেলায় উন্মুক্ত জলাশয়ের দেড় লক্ষ টাকা মূল্যের ৩৭৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বোবা হাওর সংলগ্ন গড়াইখাই খালের উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, পৌর মেয়র নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, কাউন্সিলর তাজ উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকার, মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শাহাব উদ্দিন, নাদিয়া সুলতানা মৎস্য খামারের স্বত্ত্বাধিকারী ফখর উদ্দিন চৌধুরী, নাহিদ মৎস্য নার্সারির স্বত্ত্বাধিকারী নাহিদ আহমদ, ইউপি প্রকল্পের ক্ষেত্র সহকারী সুহেল আহমদ, সদর ইউপির লীফম্যান মোশারফ হোসেন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির লীফম্যান অলিউর রহমান প্রমুখ।