দক্ষিণ সুরমা উপজেলার সুষম উন্নয়নের লক্ষ্যে প্রার্থী হয়েছি – অধ্যক্ষ জিল্লুর রহমান

34

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলার সুষম উন্নয়নের লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। দলমত নির্বিশেষে উপজেলাবাসী আমার পক্ষে রয়েছেন। উপজেলাবাসীর সুখ-দুঃখের ভাগিদার হয়ে জনকল্যাণ মূলক কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে চাই। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারগণ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করলে মোটর সাইকেল মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে আপনাদের সহযোগিতা নিয়ে দক্ষিণ সুরমাকে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট মোটর সাইকেল মার্কায় দিয়ে আমাকে বিজয়ী করার আহবান জানাচ্ছি।
তিনি ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, সদস্য ফয়সল আহমদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী হাজী মোঃ ইউনুছ আহমদ, সাবেক ইউপি মেম্বার বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম তবই, শেখপাড়া গ্রামের মুরব্বী মোঃ আতিক আহমদ, হাজী শাহ মোঃ মাহমুদ আলী, এডভোকেট আব্দুল বাছিত, বিএনপি নেতা শেখ জমির আলী, জালালপুরের বিশিষ্ট যুব নেতা কারী মোঃ আব্দুল মতিন, তখই মিয়া, বাবরুল হোসেন, তরুণ ফুটবলার আরেক আহমদ, বকুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি