করোনায় ২৪ ঘন্টায় সিলেটে ২২ জন শনাক্ত, মৃত্যু নেই

21

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৪২ জনে দাঁড়ালো। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা্লে চিকিৎসাধীন আরও ৫ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইদিনে সিলেট বিভাগে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৪২জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৯২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের ৪ জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৭৬২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৯ জন।