শিমুল হোসেন :
লোভে পড়ে লুভী জনে
হারিয়েছে নীতি,
বুকের মাঝে একটুও নেই
দেশপ্রেম-প্রীতি।
স্বার্থ পেয়ে ভুলে থাকে
সত্য ন্যয়ের পথটা,
অর্থ পেলে সবই পারে
রাখেও নিজ পদটা।
সারা জীবন লোভে পড়ে
ভুলে গেছে ধর্ম,
অন্ধ সেতো করে সদায়
বাজে যত কর্ম।
পাপ ছাড়ে না বাপকেও
এ কথা কি শুনবে?
সময় হলে ঠিকই পাপের
শাস্তি কত গুনবে!
লুভীরা সব স্বার্থ ছেড়ে
সত্য পথে চলো,
সারাদেশে সম্মান পাবে
বুকে পাবে বলও।