স্বাধীনতার গান

9

মিনহাজ উদ্দীন শরীফ :

একাত্তরের ছাব্বিশে মার্চ
ফোটে ভোরের আলো;
নীল গগনের রক্তিম সূর্য
দূর করে সব কালো।

পাখ পাখালি মধুর স্বরে
বিজয়ের গান বলে;
নবীন প্রবীণ বাংলার বুকে
আগুন হয়ে জ্বলে।

দীর্ঘ নয় মাস শত্রু মেরে
কেতান উড়ায় দেশে;
হাসে বাংলা হাসে মাটি
স্বাধীন হওয়ার শেষে।

সোনালী রূপালি ছোঁয়া
বাংলার গায়ে মাখা;
বীর শহীদদের রক্ত দিয়ে
মানচিত্র হয় আঁকা।