সাইক্লোনের সাহিত্য আড্ডা ॥ শেকড়কে জানার জন্যে আমাদের ঐতিহ্যের স্মারক সংরক্ষণ করতে হবে

5

আমাদের শিকড়কে জানতে হবে এবং নতুন প্রজন্মকেও জানাতে হবে। শেকড়কে জানার জন্যে আমাদের ঐতিহ্যের স্মারককে সংরক্ষণ করতে হবে। এটা সম্ভব হলে ঐতিহ্যস্মারক দেখে পরবর্তী প্রজন্মও নিজের ঐতিহ্যকে জানতে পারবে এবং জানতে আগ্রহী হবে।এজন্যে সচেতন মানুষকে শিকড় সন্ধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে সিলেটের ঐতিহ্যের স্মারক সংরক্ষণে দায়িত্ব হতে হবে সবাইকে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘স্বাধীনতাত্তোর সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিলেটের ঐতিহ্য বিষয়ক গবেষক সাকী চৌধুরী একথা বলেন। গত সোমবার সন্ধ্যায় সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯৭তম সাহিত্য আসরে আলোচনাসভা ও সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ। সাইক্লোনের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা ফুটবল রেফারিজ সমিতি’র সাবেক সদস্য, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব আখলাকুল আম্বিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন ক্রীড়াবিদ-সংগঠক, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. ফজলুর রহমান চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী কম্যুনিটি নেতা আলম চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্যাংকার মো. আলী আকতার, কলামিস্ট আবদুল মুঈদ চৌধুরী, ছড়াকার রোটারিয়ান মো. নাজমুল ইসলাম খসরু প্রমুখ। বিজ্ঞপ্তি