গোয়াইনঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প, দু’সহস্রাধিক রোগীকে চিকিৎসা প্রদান

23

আর্ত মানবতার কল্যাণে রোটারী। এই প্রয়াসকে সামনে রেখে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এবং সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগীতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পাসের আয়োজন করা হয়। গত শুক্রবার (২১/১১/২০১৪) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জনাকীর্ণ পরিবেশে ২সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও সেবা প্রদান করা হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট এডভোকেট নিরঞ্জন দাস। স্বাগতিক বক্তব্য রাখেন রোটারিয়ান ডাঃ শহিদুল ইসলাম এডভোকেট ও ক্লাবের অনারারী সেক্রেটারী পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম। সন্ধানীর পক্ষ থেকে স্বাস্থ্য সেবায় অংশগ্রহণকারীরা হলেন সংগঠনের উপদেষ্টা ও ডাক্তার প্রত্যয় বড়–য়া, মাশুদুল হক, নুসরাত জাহান লোপা, আফরোজ এ হাসান, আশরাফুল হক রনন, সাকিনা সুলতানা, ডাক্তার সুজন, ডাঃ তন্বী, ডাঃ বিরল, ডাক্তার মনি, ডাক্তার ইসমাইল হোসেন, কেন্দ্রীয় প্রতিনিধি জান্নাত আরেফিন, সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম শুভ, সাংগঠনির সম্পাদক মেহেদী হাসান ইকবাল, ড্রাগ ব্যাংক পরিচালক নাহিল জাহান, যুগ্ম ড্রাগ ব্যাংক পচিালক রোকসানা ফেরদৌস প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন ইউপি সদস্য জালাল উদ্দিন বাবুল ও রনিকা বেগম, সমাজসেবী কামাল উদ্দিন ইউনিয়ন তথ্য কেন্দ্রর কর্মী ফখর উদ্দিন প্রমুখ। বিকেলে পানতুমাই পর্যটন স্পটে একটি টিউবওয়েল পুনঃ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন- ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নিরঞ্জন দাস। উপস্থিত ছিলেন- ডাঃ শহিদুল ইসলাম, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান এম এ রহিম, সমাজসেবী ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি