সরকারের লক্ষ্য বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করে তোলা — বিভাগীয় কমিশনার

4

সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, বর্তমান সময়ে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের লক্ষ্য হচ্ছে বেকার যুব ও নারীদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টি করে স্বাবলম্বী করা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
বিভাগীয় কমিশনার ২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সিলেট এর উদ্যোগে সংস্থার হল রুমে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর শিল্প সহায়ক কেন্দ্র সিলেটের উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) প্রকৌশলী ম. সুহেল হাওলাদার এর সভাপতিত্বে ও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট শামীম আহমদ ও প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে অভিমত ব্যাক্ত করেন এডভোকেট জাফরান জামিল, হাবিবা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আতাউর রহমান।
২টি ব্যাচে মোট ৫০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা। বিজ্ঞপ্তি