দক্ষিণ সুরমা ও শহরতলী থেকে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৪

10

স্টাফ রিপোর্টার :
সিলেটে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। মহানগর পুলিশের মোগলাবাজার থানার পাঠানপাড়া ও জালালাবাদ থানার বানাগাঁও থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার মোগলাবাজার থানার একদল পুলিশ পাঠানপাড়া মীম পান ভান্ডার নামক দোকানের সামন থেকে রফিক মিয়া (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। রফিক কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মেদনি গ্রামের রহিম উদ্দিনের পুত্র। সে বর্তমানে দক্ষিণ সুরমার থানার মোমিনখলা এলাকার মইন উদ্দিন মিয়ার কলোনির বাসিন্দা। আটকের সময় রফিকের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬ শ ৭০ টাকা জব্দ করে পুলিশ।
অপরদিকে, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জালালাবাদ থানার বানাগাঁও-এর সাইমুদ্দিনের পরিত্যক্ত বাড়ির ভিতরে খোলার অবস্থায় ৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। আটকরা হচ্ছে- বানাগাঁও-এর মৃত ভুলু মিয়ার পুত্র মো. আলমগীর (৩০), মৃত খুশিদ আলীর পুত্র মো. আব্দুল আলী (৩২) ও জমশিদ আলীর পুত্র আলী হোসেন (৩২)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও জুয়া খেলার নগদ ২ হাজার ৮০ টাকা জব্দ করে পুলিশ।