নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যা হচ্ছে – আব্দুল কাইয়ুম জালালী পংকী

33
সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালানী পংকী

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যা কান্ডের শিকার হচ্ছে।
সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকার নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, সহ শিল্প বিষয়ক সম্পাদক নাজির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, রফিকুল ইসলাম, তানিয়া রহমান, হাফসা খান, জাবেদুল ইসলাম দিদার, মহানগর যুবদল নেতা আব্দুল্লাহ শফী সাহেদ, জেলা যুবদল নেতা রায়হান আহমদ, ওসমানী গণি, মহানগর যুবদল নেতা বদরুল ইসলাম, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, বাবুল আহমদ, ফয়েজ আহমদ, রুবেল আহমদ, মলয় পাল ধর প্রমুখ। বিজ্ঞপ্তি