মা

17

কবির কাঞ্চন

কে আছে আর নিজকে ভোলে
গড়তে আমায় রোজ
সকাল দুপুর সন্ধ্যা রাতে
নেয় যে আমার খোঁজ।

কার চোখেতে চোখ পড়িলে
দুঃখ ভুলে যাই
যার দোয়াতে বেঁচে আছি
সে তো আমার মা-ই।
কার কোলেতে মাথা রেখে
শান্তি সুধা চাই
যার আদরে জীবন পথে
ছন্দ ফিরে পাই।

এ জগতে কে করে আর
বুকের সুধা দান
যার গতরে থেকে আমি
পাই ফিরে পাই প্রাণ।

না খেয়ে কে খাওয়ায় আমায়
নিজের খাবারও
অসুখ হলে জেগে থাকে
রাতে আবারও।

একটুখানি ব্যথা পেলে
কার কথা বলি
যার শেখানো মূল্যবোধে
সুপথে চলি।

কে আছে আর এই দুনিয়ায়
আমায় নিয়ে ভাবে
খোদার কাছে মোনাজাতে
আমার ভালো চাবে।

মায়ের দোয়া থাকলে পাশে
থাকে না আর দুখ
আমার মায়ের পায়ের নিচে
আমার স্বর্গসুখ।