কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়ছে পর্যটন শিল্পেও। এবার করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন জাফলং ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা। সোমবার বেলা ১২ টায় পর্যটনকেন্দ্র জাফলংয়ের বল্লাঘাট, জিরো পয়েন্ট ও জাফলং ভিউ এলাকার রাস্তায় ঘুরে ঘুরে আগত পর্যটক, ক্ষুদ্র ব্যবসায়ী, গার্ড, ফটোগ্রাফার, ট্যুরিস্ট গাইড, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে জাফলং ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা।
জাফলং ট্যুরিস্ট ক্লাবের সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ’র পরিচালনায় মাস্ক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোঃ রতন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম। এ সময় অন্যান্যের মধ্যে জাফলং ট্যুরিষ্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, অর্থ সম্পাদক ওয়াসিম বখত, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সদস্য জুয়েল আহমদ, মকসুস আলম, জসিম উদ্দিন, লিটন আহমেদ, জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।