এসো মানবতার হাত বাড়াই, এসো অসহায় মানুষের পাশে দাঁড়াই’ শ্লোগান নিয়ে সিলেট বিভাগের এসএস সি-২০০৬ এইচএসসি-২০০৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে নগরীর ৫টি চা বাগানের ৪শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকালে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় মালনীচড়া চা-বাগান, দলদলী চা-বাগান, কেওয়াছড়া চা-বাগান, হিলুয়াছড়া চা-বাগান, তেলিহাটি চা-বাগানের ৪০০ চা শ্রমিকের মাঝে শীতের কম্বল তোলে দেওয়া হয়।
আয়োজকরা জানান- সিলেট বিভাগের এসএসসি-২০০৬ এইচ এস সি-২০০৮ ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুদের আর্থিক সহযোগিতায় উক্ত শীতবন্ত্র বিতরণ করা হয়। এছাড়া আরো ১০০ কম্বল শহরতলীর একটি এতিমখানায় দেওয়া হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- উক্ত ব্যাচের সদস্য জামাল আহমেদ, শামীম আলী, শামস্ উদ্দিন, সদরুল ইসলাম লোকমান, রুহিত পাল, রাসেল আহমদ, সাদেক আহমদ, শিপলু রায়, রাজেশ সরকার, আতিক রহমান, জাবেদ আহমদ, রনি পাল, রানা আহমদ, আজহার অনিক, অংশু সামন্ত, কিবরিয়া জুয়েল, নুসরাত জাহান নাজমিন, জাহানারা আসাদ, রায়হান টিটু, নাজমুল, সুসান্ত সজীব, জীবন, অমিত প্রমুখ। বিজ্ঞপ্তি