শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বিশ^বিদ্যালয়ে কর্মরত গার্ড, নিরাপত্তাকর্মী, সুইপার, মালি, ঝাড়ুদারদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন।
সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় এবং সভাপতি ড. মো: শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহঃ সভাপতি মোশাররফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মহিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশীদ খাঁন এবং কোষাধ্যক্ষ সাইদুর রহমান ভূঁইয়া (মিঠু), সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. ইসমাইল হোসেন, অধ্যাপক আ.ক.ম মাহবুবুজ্জামান, অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: আলী ওয়াক্কাস প্রমুখ।
এ সময় শাবি উপাচার্য বলেন, ‘এই মহতী উদ্যেগের জন্য শাবি সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, সমাজকর্ম বিভাগ এ ধরনের আয়োজন অতীতেও করেছিলো এবং ভবিষ্যতেও করবে বলে আমরা আশা রাখি। বর্তমানে আমরা আমাদের বিশ^বিদ্যালয়কে উন্নয়নের রোল মডেল বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা এই বিশ^বিদ্যালয়কে বিশে^র দরবারে তুলে ধরতে চাই।