স্টাফ রিপোর্টার :
নগরীতে র্যাবের পৃথক অভিযানে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে এক হাজার ইয়াবা ও ১৯৫ লিটার চোলাই বাংলা মদ। পৃথক এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে দুইটি মামলা দায়ের করেছে। এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন। গতকাল মঙ্গলবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২জন পেশাদার ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। তারা হলো, জকিগঞ্জ উপজেলার উত্তর বাকরশাল গ্রামের তেরা মিয়ার পুত্র আব্দুল মানিক ও একই উপজেলার পূর্ব বাকরশাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আতিকুর রহমান। অপরদিকে, একই দিন বিকেল সোয়া ৪টার দিকে নগরীর হাউজিং এস্টেট থেকে ১৯৫ লিটার চোলাই বাংলা মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হচ্ছে, নগরীর বাগবাড়ি এলাকার মন্টু মজুমদারের পুত্র বাবুল মজুমদার, এয়ারপোর্ট থানার চাতলী বন এলাকার মৃত আজিদ আলীর পুত্র মো. চেরাগ আলী। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।