রিপলু চৌধুরী
খাঁচার পাখি উড়ে গেলে
শূন্য পিঞ্জিরা দুলে
কাঠ কাঠি শুকিয়ে পড়ে
এই মাটির কোলে।
খাঁচার পাখি উড়ে গেলে
বন্ধ হয় দরজা খানি
শূন্য পিঞ্জিরা দেখলে পরে
ঝড়ে চোখের পানি।
যতোদিন থাকে খাঁচায় পাখি
থাকে ভবের মায়া
শূন্য পিঞ্জিরা দেখলে পরে
চোখে লাগে ছায়া।
অদ্ভুত এই পাখি খানি
কোথায় হতে আসে
মায়ার পিঞ্জিরা তৈরি করে
শূন্য আকাশে ভাসে।