মো. পারভেজ হুসেন তালুকদার
সূর্য মামা সকাল থেকে
খেলছে রোদের খেলা,
ছোট্ট নদী স্রোতের টানে
কাটায় নিজের বেলা।
মিষ্টি সুরে গানের সাথে
নানান পাখির মেলা,
কল্পে ভাসে সবার মনে
সুখ সাগরের ভেলা।
পৃথিবীটা আকাশ নীলে
রূপের মায়ায় ঘেরা,
বঙ্গভূমি আমার চোখে
শীর্ষে সবার সেরা।