জগন্নাথপুরে শীতে কাবু জনজীবন

14

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে শীতে কাবু হয়ে গেছে জনজীবন। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শৈত্য প্রবাহ বইছে। প্রচন্ড শীতের হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ জবুথবু হয়ে পড়েছেন। ২১ ডিসেম্বর শনিবার সারা দিনের মধ্যে একবারের জন্য হলেও সূর্য্যি মামার দেখা মেলেনি। আকাশ থেকে যেন সূর্য্যরে আলো হারিয়ে গেছে। রীতিমতো অন্ধকারাছন্ন দুনিয়া। এতে শীতের মাত্রা আরো বেড়ে চলেছে। ভয়াবহ শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় কিনতে কাপড়ের দোকানে-দোকানে ভীড় করছেন। পুরুষ, মহিলা ও শিশুদের জ্যাকেট, সুয়েটার সহ ভারি কাপড় বিক্রির ধুম পড়েছে। এর মধ্যে ফুটপাতের দোকান গুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়। কম দামে গরম কাপড় কেনার আশায় লাইনে দাঁড়িয়ে কাপড় পছন্দ করা নিয়ে ক্রেতাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলছে।
এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে হচ্ছেন না। শুধু জীবন-জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ প্রতি দিনের মতো কাজ করতে দেখা যায়। তবে প্রচন্ড শীতকে উপেক্ষা করে হাওরে-হাওরে জমি আবাদ করছেন কৃষকরা এবং খাল, বিল ও নদীতে মাছ ধরছেন জেলেরা। প্রচন্ড শীতের কারণে রাস্তাঘাটে জন সমাগম কমে গেছে। হাট-বাজারে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ব্যবসা-বাণিজ্য মন্দা হয়ে গেছে। সব মিলিয়ে ভয়াবহ শীতের কবলে কাবু হয়ে পড়েছে জনজীবন। এতে বেশি বিপদে আছেন অসহায় ও ছিন্নমূলের সাধারণ মানুষ। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের মধ্যে অনেকের গরম কাপড় না থাকায় শীতে খুব কষ্ট পাচ্ছেন। এর পরও সারা দিনের মধ্যে কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। কেউ এসে দাঁড়ায়নি সেই অসহায় মানুষ গুলোর পাশে। অন্যদের গায়ে গরম কাপড় দেখে তাঁরা যেন নির্বাক পলকে চেয়ে থাকে। তাই এসব অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন মহল।