কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসের টিকা নিয়েও সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, করোনা ভাইরাসের টিকা নিয়েও সরকার দুর্নীতি ও চুরির অভ্যাস ছাড়তে পারেনি। সারা বিশ্বের মানুষ যখন এই করোনার টিকাকে কীভাবে বিতরণ করবে, কাদের আগে দেবে বা পরে দেবে, কী টাকা লাগবে না লাগবে, এসব নিয়ে আলোচনা করছে, সে সময় কিন্তু আমাদের দেশের সরকার এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলতে পারেনি।
মির্জা ফখরুল আরো বলেন, করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে দুর্নীতির ফলে বর্তমানে কারাগারে রিজেন্টের মালিক। কিন্তু যে মন্ত্রী বা সচিব সেই চুক্তি করেছিলেন, তাদের কোনো জবাব দিতে হয়নি।
সরকারের মধ্যে যদি কোনো জবাবদিহি না থাকে, পার্লামেন্টে যখন কোনো দুর্নীতির জন্য কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না, তখন তো সে দেশে এই দুর্নীতিটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন এ নেতা। তিনি বলেন, ২০১৮ সালে যে জাতীয় নির্বাচন তাতে আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সব ভোট ডাকাতি করে নিয়েছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।