কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী পরিবারের বাড়ির উঠানে কেটে রাখা আমন ধানে দুর্বৃত্তের আগুন দিয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে প্রয়াত বলানন্দ সিংহের ১৩৫ শত জমির পাকা ধানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত বলানন্দ সিংহের বাড়ির উঠানে রাখা হয় কাটা পাকা আমন ধান। কাটা ধান মাড়াই দেওয়ার কথা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে মাড়াইর জন্য রাখা কাটা ধান পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আশপাশের লোকজনের চিৎকারের মানুষজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিন্ত্রয়ণে আনেন। তবে এর আগে অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।
প্রতিবেশী অক্ষয় কুমার সিংহ ও জয়লক্ষী সিংহ বলেন, কৃষি শ্রমিকের চিৎকার শুনে জেগে দেখেন বলানন্দ সিংহের বাড়ির জমাটবদ্ধ ধান পুড়ছে। তখন এ আগুন নেভাতে তারাও এগিয়ে আসেন। মিনতি সিনহা ও পুত্রবধূ ঝর্ণা সিনহা জানান, পরিবারের পুরুষ সদস্য চাকুরির কারণে বাড়ির বাহিড়ে থাকেন। বর্গা চাষী দিয়ে ধান চাষাবাদ করেন। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুড়িয়ে দিয়েছে। এখন ভয় হচ্ছে পরবর্তীতে যদি দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনা তারা শুনেননি। এমনকি কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।