হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সরকার নিষিদ্ধ ঘোষণা করলেও হবিগঞ্জ শহরে অবাধেই চলছে পলিথিন বিক্রি। গতকাল সোমবার দুপুরে পলিথিন বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শহরের চৌধুরী বাজারে অবাধে পলিথিন বিক্রির অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পলিথিন বিক্রির দায়ে ওই এলাকার আলম স্টোরকে ১ হাজার, রাধাকৃষ্ণ ভান্ডারকে ১ হাজার, গন্ধেশ্বরী স্টোরকে ১ হাজার ও অঞ্জন রায় এন্ড ব্রাদার্সকে ৫শ’ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। আদালত পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আবুল মনসুর উপস্থিত ছিলেন।