মাহতাবপুর মৎস্য আড়তে অগ্নিকান্ডের ঘটনায় প্রতিবাদ সভা ॥ দোষীদের দ্রুত গ্রেফতার ও পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের

46

বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর মৎস আড়তের অগ্নিকান্ডের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন মাহতাবপুর মৎস্য আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পাতিবার দুপুরে মাহতাবপুর মৎস্য আড়তে প্রতিবাদ সভা করে তারা এ দাবি জানান।
মাহতাবপুর মৎস্য আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর  সভাপতি আঃ মন্নানের সভাপতিত্বে মাহতাবপুর মৎস্য আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা ৩২ জন আড়তদার অত্যন্ত সুনামের সহিত গত ২০০০ সাল থেকে এখানে ব্যবসা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের ব্যবসার সুনাম ক্ষুন্ন করার জন্য নানা ভাবে চক্রান্ত করে আসছে। এরই ধারা বাহিকতায় ঐ চক্রটি গত মঙ্গলবার রাতের আঁধারে দেশি বিদেশি অস্ত্র নিয়ে কাপুরুষের মত ব্যবসা প্রতিষ্ঠান গুলিতে হামলা চালায়, আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে আমাদের পথে নামিয়ে দিয়েছে। ব্যবসায়ীরা বলেন, এখন পর্যন্ত প্রশাসন জোরালো কোন পদক্ষেপ নিতে পারেনি। পারেনি ন্যাক্কার জনক ঘটনার মূল হোতাকে গ্রেফতার করতে এমনকি পারেনি উদ্ধার করতে আমাদের লুন্ঠিত টাকা-পয়শা ও লক্ষ লক্ষ টাকার মাছ। আমরা মনে করি এ  ঘটনায় সম্পূর্ণরূপে  ব্যার্থ হয়েছে প্রশাসন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বলেন, এ ন্যাক্কার জনক ঘটনায় ৩২ জন আড়দারের প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকল ব্যবসায়ীদের দাদন, ঋণ, মাছ বাকি ও নিজেদের ব্যাংক ঋণের সব ডকুমেন্ট পুড়য়ে দিয়েছে সন্ত্রাসীরা। ফলে সহসা আমরা ব্যবসায়ীরা এত বড় ক্ষতির হাত থেকে সরকারী সাহায্য সহযোগিতা ছাড়া পুনরায় ব্যবসার মূল স্রোতে ফিরে আসতে পারব না। আমাদের অবিলম্বে সরকারী ভাবে পুনর্বাসন করে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া হোক। বিজ্ঞপ্তি