গোলাপগঞ্জে আরো ৬ জন করোনায় আক্রান্ত, উপজেলায় মোট আক্রান্ত ৮০, সুস্থ ৩৮

8

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছেন ও সুস্থ হয়েছে ৭ জন রোগী। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনা শনাক্ত হওয়া এই ৬ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন ২৯ বছর বয়সী একজন গোলাপগঞ্জ কৃষি ব্যাংক শাখায় কর্মরত ও আরেকজন গোলাপগঞ্জ সোনালাী ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, লক্ষণাবন্দ ইউপির মুকিতলা (কৈলাশ) গ্রামের ৩২ বছরের একজন মহিলা রয়েছেন। এছাড়াও ২০ বছর বয়সী একজন মহিলা ও পৌর এলাকার ইয়াগুল গ্রামের একজন রয়েছেন। এদিকে এনিয়ে গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০জন, ১৩ জুন সুস্থ হয়েছেন ৭জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।