১২ মামলার আসামী কুখ্যাত ডাকাত সর্দার মিজান অস্ত্রসহ গ্রেফতার

7

স্টাফ রিপোর্টার :
শহরতলীর হেংলাকান্দি থেকে ১২ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার মিজানুর রহমান উরফে মিজাজুলকে (৪৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৩ টার দিকে হেংলাকান্দি জামে মসজিদ সংলগ্ন আব্দুল কাদির মিয়ার নির্মাণাধীন বিল্ডিং এর তাবুর নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান জালালাবাদ থানার হেংলাকান্দি গ্রামের মৃত আব্দুল সোবহানের পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে জালালাবাদ থানার এসআই লিটন চন্দ্রনাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হেংলাকান্দি জামে মসজিদ সংলগ্ন আব্দুল কাদির মিয়ার নির্মাণাধীন বিল্ডিং এর তাবুর নীচে একজন কুখ্যাত ডাকাত সর্দার অস্ত্র সহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) লিটন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মিজানুর রহমান উরফে মিজাজুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ছুরা, একটি অর্ধ বাঁকানো লোহার রড উদ্ধার ও জব্দ করে। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে উপরোক্ত আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ।