পঞ্চম শিরোপার স্বাদ মাশরাফির

8

স্পোর্টস ডেস্ক :
আরেকটি শিরোপার স্বাদ পেলেন মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল জেমকন খুলনা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারটি শিরোপা জিতেছেন তিনি।
২০১২ ও ২০১৩ সালের বিপিএলে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জেতেন মাশরাফি। ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৭ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পান তিনি।
বিপিএলে চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জেতেন মাশরাফি। তবে, এবার জেমকন খুলনার অধিনায়কের দায়িত্বে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে মাশরাফি টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি। পরে লটারির মাধ্যমে মাশরাফিকে দলে নেয় খুলনা। এই টুর্নামেন্টে তিনি চারটি ম্যাচ খেলেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে জেমকন খুলনা। পরে চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করতে সক্ষম হয়।