কনকনে ঠাণ্ডা

8

জিল্লুর রহমান পাটোয়ারী

বাংলার আকাশে শীত ঘুরছে,
উড়ছে শহর গাঁয়-
কনকনে ঠাণ্ডা কাঁপন লাগায়,
নাচছে হিমেল বায়।
শীতের ছোঁয়া ছুঁয়ে দিয়ে যায়,
নগর আরও বন্দরে –
মাঠঘাট গুলো তার কবজায়,
বেঁধেছে তার মন্ত্ররে।
শীত ছুয়ে যায় ঘাসের ডগায়,
দোলায় ধানের ক্ষেতে –
হেমন্তের ঐ হিম বাতাসে,
থাকে শীতে মেতে।
শীতের ঠাণ্ডা গ্রাম গঞ্জে,
লাগায় সবার গায় –
শীতের বুড়ী সাজে দেখো,
নূপুর বেঁধে পায়।