স্টাফ রিপোর্টার :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সত্যি করে বুধবার রাত থেকে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে সিলেটের আকাশ মেঘলা। দেখা নেই সূর্যের। ক্ষণে ক্ষণে দেখা মিলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির। সঙ্গে রয়েছে শীতের দাপট।
এর আগে মঙ্গলবার ১ ফেব্রুয়ারি আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, চলছে মাঘের শেষ। সিলেটে বইছে শৈত্যপ্রবাহ। সেই শৈত্যপ্রবাহ কেটে গিয়ে বুধবার থেকে সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর বলছে, বৃষ্টি চলে গেলে নিশ্চিত করা যাবে, এ বছর শীত কবে বিদায় নিয়ে থাকবে। গুঁড়িগুঁড়ি এই বৃষ্টির পর সিলেটে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।