সূর্যোদয়

12

মিজানুর রহমান মিজান

স্বাধীনতা অর্জনের কালে
বুকের রক্ত দেয় ঢেলে
বাংলার দামাল ছেলে।
পাক বাহিনীর অত্যাচার
গর্জে উঠে হাতিয়ার
এগিয়ে যায় অসীম শৌর্যবলে।
প্রাণ যায় যাক
হানাদার নিপাত যাক
এ প্রত্যাশিত মন্ত্র বলে।
নয় মাসের যুদ্ধ শেষে
লাল সবুজ পতাকা আসে
বাংলা মায়ের কোলে।
নব সূর্যোদয় হলে
গর্বিত প্রাণ চাঞ্চল্যে
জয় গান গাই সকলে মিলে।
দেশ গড়ার প্রত্যয়ে
দেশপ্রেম সঙ্গে নিয়ে
মোদের আত্মোন্নয়ন চলে।