একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মেয়র পদে ৮, কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা দানকারী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, দিরাই কলেজের সাবেক ভিপি, দিরাই পৌরসভার বর্তমান প্যানেল মেয়র বিশ্বজিত রায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পৌর মেয়র, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী হাফিজ লোকমান, জাপার মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক এবং স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া ও রশিদ মিয়া।
তফশিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহার ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। নির্বাচন ২৮ ডিসেম্বর। দিরাই পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৩৭৯ জন।