কানাইঘাটের জলমহালে খাঁটির বাঁধ দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ

42
আন্দু জলমহালের জুলাই খালে অবৈধ মাছ শিকারে খাঁটি বাঁধ।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের সরকারি আন্দু নদী জলমহালের জুলাই খালে খাঁটির বাঁধ দিয়ে মাছ শিকার সহ প্রতিবন্ধকতার ঘটনায় কানাইঘাট থানায় গত সোমবার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আন্দু নদী জলমহালের ইজারাদার নারাইনপুর মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ জলমহালের সাথে জড়িতরা উল্লেখ করেছেন, স্থানীয় সাতপারি গ্রামের মাসুক উদ্দিন, মইনুল হক, বাহার উদ্দিন সহ বেশ কয়েকজন মিলে জলমহালের পানি প্রবাহিতের জুলাই খালের দুই জায়গায় মাস দিন থেকে খাঁটি বাঁধ দিয়ে মাছ শিকার করে জলমহালের ক্ষয়ক্ষতি সাধন করছে। জলমহালে ১০ লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করা হলেও খাঁটি বাঁধ দিয়ে জুলাই খালে জলমহালে মাছ ধরা হচ্ছে। উল্লেখিত ব্যক্তিদের বার বার জলমহালের লীজ গ্রহিতা সমবায় সমিতির নেতৃবৃন্দ বাধা নিষেধ দেওয়ার পরও তারা কোন ধরনের কথাবার্তা শুনছেন না। এ নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দরখাস্তকারী জয়পুর গ্রামের মৃত ছইদুর রহমানের পুত্র মাসুক আহমদ জানিয়েছেন।