যুব উন্নয়ন অধিদপ্তরের মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন এর সিনিয়র প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম গত ১ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়াই টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সাথে সাথে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিসার জন্য রাতে ঢাকায় পাঠানো হয়। রাত প্রায় সাড়ে ৩টায় ঢাকা যাওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
গতকাল ২ সেপ্টেম্বর বুধবার মোঃ মনিরুল ইসলামের স্মরণে যুব উন্নয়ন অধিদপ্তব, সিলেট জেলা কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ এস এ এম মজিবুল আলম, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক, মোঃ মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবীর, দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফকরুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সুব্রত কর, বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় যুব পদক প্রাপ্ত এম এ নাসির সুজা, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের প্রশিক্ষক সাবিনা ইয়াসমীন, জি এম ইমরানুল বাহার, মোঃ মনির হোসেন, সিলেট সদর উপজেলার মোঃ শফিকুল ইসলাম, নিভীর কান্তি দাস, নিলুফার ইয়াসমীন, মোঃ খোকন আহমদ, সুমন্ত নাথ বর্মন, আক্তারুজ্জামান অন্তর প্রমুখ। বিজ্ঞপ্তি