দাদী-নাতির ভালোবাসা

37

মোঃ রাজিব হুমায়ুন

খোকন বাবু সকালবেলা
দাদীর কোলে ওঠে,
ভালোবাসায় সিক্ত হয়ে
ফুলের মতো ফোটে।

কোলে ওঠে সোহাগ মেখে
চশমাটা নেয় কেড়ে,
অন্য কারো যায় না কোলে
দাদীর কোলটা ছেড়ে।

গাছের পাতা নড়েচড়ে
যায় কবুতর ওড়ে-
এসব কিছু দেখতে রোজই
দাদীর সাথে ঘোরে।

সারাদেহে ধূলি মেখে
আঙিনাতে খেলে,
পাশেপাশে থাকে দাদী
চরণ দু’টি ফেলে।

দাদীর হাতে গোসল সেরে
আহার করে তবে,
দাদী-নাতির ভালোবাসা
যুগেযুগে রবে।