সাহেবের বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের শাখায় দুর্ধর্ষ চুরি

11

কাজির বাজার ডেস্ক

শহরতলী এয়ারপোর্ট থানার ইসলামী এজেন্ট ব্যাংক লিমিটেড সাহেবের বাজার শাখায় চুরি সংগঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ শাখা থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার দিবাগত-রাতে এজেন্ট ব্যাংকের জানালার গ্রিল কেটে চোররা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভেতরে রক্ষিত লকার ভেঙ্গে নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। চোর চক্রের সদস্যরা ব্যাংকের ভেতর তছনছ করে লকার রুমের ২টি তালা, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইসলামি ব্যাংক সাহেবের বাজার এজেন্ট শাখার কর্মকর্তা জসিম উদ্দিন, রেজাউল করিম ও শাহাবুদ্দিন জানান, প্রতিদিনের মতো সোমবার ব্যাংকের কাজ শেষ করে সব কিছু চেকিং করে আমরা চলে যাই। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। চক্রটি আমাদের ব্যাংকের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রক্ষিত লকার রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। লকার রুমে প্রবেশ করে, লকারের ৩টি তালা ভেঙ্গে রক্ষিত নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়া সিসি ক্যামেরার হার্ডডিস্ক, দরজার ২টি তালাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আমরা এয়ারপোর্ট থানায় অভিযোগ দাখিল করা প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সাহেবের বাজারে ইসলামি এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার তথ্য উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।