শরীর সুস্থ রাখার জন্য স্মার্ট ফোনের চেয়ে মাঠ অনেক উপকারী – এডভোকেট শামসুল ইসলাম

9
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে বস ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন বস ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাতিয়া মোকামবাড়ী মসজিদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রামের ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন মো. আমিন, ২য় সুমিন, ৩য় সাঈদ, পুরস্কার দাতা হলেন, বস ক্লাবের উপদেষ্টা হাতিয়া মোকাম বাড়ি, দুবাই প্রবাসী আহমেদ সিপন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির অন্যতম একটি প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। বর্তমান তথ্য প্রযুক্তর যুগে গ্রামীণ সংস্কৃতি হুমকির সম্মুখিন। তরুণ প্রজন্ম মাঠের চেয়ে স্মার্ট ফোনকে বেশী ভালবাসে কিন্তু শরীর সুস্থ রাখার জন্য স্মার্ট ফোনের চেয়ে মাঠ অনেক উপকারী।
কামরুল হাসান মিটুর সভাপতিত্বে ও নুর জালালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বস ক্লাবের উপদেষ্টা আখলাক হুসেন, আব্দুল হাফিজ, সেলিম আহমেদ (লিলু), খন্টাই মিয়া, হাজী আমিরুল ইসলাম, আরিফ উল্লাহ, কাজল মেম্বার, সুহেল রানা, ইউপি সদস্য, মহিম উদ্দিন, রহিম আলী, নওশাদ মিয়া, সামসুজ্জামান, আক্কাছ আলী, সাদিকুর রহমান, খেলু মিয়া, সমসু মিয়া, লেবাছ মিয়া, বস ক্লাবের উপদেষ্টা সুনাহর মিয়া, হারুন রশিদ, কমরুল সুবেল মিয়া, সারজান মিয়া, আমির উদ্দিন, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, মিলাদ, ইমাদ, আমিন, ইব্রাহীম প্রমুখ। বিজ্ঞপ্তি