জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। ১ নভেম্বর রবিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে মিজানুর রশীদ ভূঁইয়াকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। এ সময় উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে-২ নভেম্বর সোমবার জগন্নাথপুর পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া। এ খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে আনন্দে মেতে উঠেছেন সর্বস্তরের পৌরবাসী।
প্রসঙ্গত-জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফের মৃত্যু হওয়ায় জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ শুন্য হয়ে যায়। শুন্য পদে গত ৩১ মার্চ উপ-নির্বাচন হওয়ার তপশিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ সময় মহামারি করোনার কারণে উপ-নির্বাচনটি স্থগিত করা হয়। পরে আবার গত ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিমকে ২৫৩০ ভোটে হারিয়ে নৌকার মাঝি মিজানুর রশীদ ভূঁইয়া ৬১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া-মিজানুর রশীদ ভূঁইয়া অতীতেও জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা মিজানুর রশীদ ভূঁইয়ার পিতা প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়া জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। ছিলেন ৪ বারের সফল ইউপি চেয়ারম্যান।