হেমন্ত

15

শহিদুজ্জামান মিলন

দুর অজানার পাহাড় থেকে,
আসলো নেমে হেমন্ত।
হিমেল হাওয়ার পরশ পেয়ে,
উঠলো নেচে এ মন তো।

রোজ প্রভাতে শীত কুয়াশা,
শিশির ঘাসের পরে।
নতুন রবির প্রথম কিরণ,
রোদ ঝলমল করে।

মাঠে মাঠে সবুজ ধান,
কৃষকের মুখে হাসি।
রাতে ফোটে শিউলি বকুল,
সুভাষ রাশি রাশি।