স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারে একটি প্রাইভেট কার নিয়ে বিড়ম্বনায় পড়েছিল ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার রাতে হক সুপার মার্কেটের সামনে এক ব্যক্তি ঢাকা মেট্রো-খ-১২-১০১৭ নম্বরের কারটি রেখে যান রাস্তার মধ্যে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ মালিকের বিরুদ্ধে অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি মামালা করেছে।
জানা গেছে, কারটির মালিক বটেশ্বর এলাকার আব্দুস সাত্তারের পুত্র জাহাঙ্গীর। বুধবার সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টা গাড়িটি রাস্তার মধ্যে থাকায় পথচারীদের চলাফেরায় পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের মধ্যে সৃষ্টি হয় যানজটের। এ সময় জিন্দাবাজারে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কারটি ঘিরে রাখে। পরে রাত পৌনে ৯টায় জাহাঙ্গির কারটি নিতে আসেন। এতে বাধ সাধে পুলিশ। জাহাঙ্গিরের বিরুদ্ধে দেওয়া হয় তিনটি মামলা।
ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর নিখিল বলেন, এটা বড় অন্যায় কাজ। ট্রাফিক আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।