নগরীর ৪ নম্বর ওয়ার্ডে ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

25

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি বলেছেন, বর্তমান  আওমী লীগ জনবান্ধব সরকার। প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বার বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধামন্ত্রী। নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভর্তুকি দিয়ে বিদেশ থেকে চাল আমদানি করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল বিতরণ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস ডিলার কর্তৃক ৪ নম্বর ওয়ার্ডে চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন ৪নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবী মো. আব্দুস সাত্তার, সিলেটের সহকারী উপ খাদ্য পরিদর্শক মো. সিরাজ উদ্দিন, ওএমএস এর ডিলার আব্দুল মালিক জগলু, সমাজকর্মী আব্দুল মুমিন শাপলু, মো. জহিরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা মো. শহীদ শেখ প্রমুখ। প্রতি কেজি চাল ৩০টাকা করে জনপ্রতি ৫কেজি চাল ক্রয় করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তি