বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ আহত ৩

6

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
বিশ^নাথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সৌদী প্রবাসী রফিজ আলী (৪০) ও আরও দুই আরোহীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বিলপাড় দ্বীপবন্দ গ্রামের মুন্সিবাড়ির মৃত আনজব আলীর ছেলে। আর তার সঙ্গে থাকা অপর দু’জন হলেন, একই গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫) ও মৃত আব্দুস শহীদের ছেলে লোকমান হোসেনকে (৩০)। তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টারদিকে ‘বিশ^নাথ-রামপাশা’ সড়কের বিশ^নাথ নতুন বাজারস্থ জনতা ব্যাংকের বিপরীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লকডাউনের আগে সৌদী আরব থেকে দেশে ফিরেন রফিজ আলী। কিন্তু বৈশি^ক মহামারী করোনাভাইরাসের কারণে অন্য প্রবাসীদের মতো তিনিও দেশে আটকা পড়েন। বুধবার ঢাকা থেকে বিমানে সৌদী আরব যাবার কথাও ছিল তার। কিন্তু সোমবার রাতে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে দুই আরোহীসহ মেটরসাইকেলে করে বিশ^নাথ থেকে রামপাশার উদ্দেশ্যে রওযানা দেন তিনি। এ সময় বিশ^নাথ নতুন বাজারের জনতা ব্যাংকের সামনে যাবার পর হঠাৎ রাস্তার পাশ থেকে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে পড়ে তিনজনই আহত হন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বিশ^নাথ থানার ওসি শামীম মুসা বলেন, অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।